‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনিয়ো বলেছিলেন, ‘মি. কিয়েল্লিনি ও মি. বনুচ্চি কীভাবে ডিফেন্ড করতে হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার ওপর ক্লাস নিতে পারেন।’ ২০২৩ সালের ডিসেম্বরে ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন জর্জিও কিয়েল্লিনি। এবার নিজের বুটজোড়া তুলে রাখছেন লিওনার্দো বনুচ্চিও।
২০২৩-২৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে উনিয়ন বার্লিন ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচেয় যোগ দেন বনুচ্চি। আসন্ন ইউরোয় ইতালির স্কোয়াডে নিজেকে রাখতে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেন তিনি। তবে লুসিয়ানো স্পালেত্তির বাছাই করা স্কোয়াডে জায়গা হয়নি তার। ফলে পেশাদার ফুটবল আর চালিয়ে যেতে চান না ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি।
এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ওই ভিডিওতে বনুচ্চি বলেন, ‘ছোটবেলায় আমি এমন একটি গল্প বলার স্বপ্ন দেখেছিলাম। নিজের ওপর আস্থা রেখে সমস্ত বাধা-বিপত্তি সহসিকতার সঙ্গে মোকাবিলা করে বড় বড় অর্জন আলিঙ্গন করতে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।’
আরও পড়ুন: পর্তুগালের ইউরো স্কোয়াডে ৪১ বছর বয়সী পেপে
ইন্টার মিলানে খেলোয়াড়ি জীবন শুরু করলেও ইউভেন্তুসেই ক্যারিয়ারের শীর্ষে চড়েন বনুচ্চি। মাঝে এক মৌসুম এসি মিলানে খেলা এই ডিফেন্ডার ওল্ড লেডিদের সাদাকালো জার্সিতে খেলেছেন ১৩টি মৌসুম। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবলে রীতিমতো শাসন করেন তিনি। এর মধ্যে পাঁচটি বছর রক্ষণভাগে বারজায়লি ও কিয়েল্লিনির সঙ্গে ঐতিহাসিক ‘বিবিসি’ ত্রয়ী সৃষ্টি করেন। ওই সময়ে খেলা ১৯০ ম্যাচে মাত্র ১১১ বার তাদের পরাস্ত করতে সক্ষম হয় প্রতিপক্ষ।
ইউভেন্তুসের হয়ে ৫ শতাধিক ম্যাচ খেলা বনুচ্চি জেতেন ৯টি সেরি-আ, ৪টি কোপা ইতালিয়া ও ৫টি ইতালিয়ান সুপারকাপ।
আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন সফলতার সাক্ষর। ইতালির জার্সি গায়ে ১২১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরে মধ্যে ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ইতালিয়ান ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
বনুচ্চির বিদায়ী বার্তার পর ওল্ড লেডি এক বার্তায় বলেছে, ‘ইউভেন্তুসের আধুনিক ইতিহাস গড়ার অন্যতম কারিগর ফুটবল বিশ্বকে বিদায় জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত আমাদের হৃদয়ের গভীরে স্পর্শ করেছে। কারণ সেখানে লিওর নাম খোদাই করা রয়েছে।
‘সম্পর্কের যে সুঁতোয় তার সঙ্গে আমরা বাঁধা পড়েছি, তা ছেড়ার নয়। লিও তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাকে শুভকামনা জানাই।’