ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়িয়ে ইতিহাসের পাতায় একের পর এক কাটাকুটি করে চলেছেন বার্সেলোনার বিস্ময়কর তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। যে প্রতিযোগিতায় খেলতে নামছেন সেখানেই গড়ে চলেছেন নতুন নতুন রেকর্ড। এবার ব্যালন দ’র অনুষ্ঠানে উপস্থিত হয়েও গড়লেন নতুন ইতিহাস; সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন ১৭ বছরে পা দেওয়া লামিন।
সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন দ’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান থেকে বর্ষসেরা তরুণ ফুটবলার হিসেবে লামিনের হাতে কোপা ট্রফিটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত।
২০১৮ সাল থেকে অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের এই সম্মাননা দিয়ে আসছে ফ্রেঞ্চ ফুটবল। ১৮ বছরের কম বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতলেন ইয়ামাল।
আরও পড়ুন: রদ্রির হাতেই উঠল ব্যালন দ’র
এর ফলে, মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি জিতলেন ইয়ামাল। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেন তারই স্বদেশি ও ক্লাব সতীর্থ পাউ কুবারসি, রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি আর্দা গুলের এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর মতো উঠতি তারকাদের।
এ নিয়ে গত চার বছরে শুধু বার্সেলোনারই তিন তরুণ খেলোয়াড়ের হাতে উঠল কোপা ট্রফি। লামিনের আগে ২০২২ সালে এই পুরস্কার জেতেন পাবলো গাভি; তার আগের বছর (২০২১ সালে) প্রথম বার্সা ফুটবলার হিসেবে এটি জিতেছিলেন পেদ্রি।