চলতি মৌসুমে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের কারণে ব্যস্ততা বাড়ায় উয়েফার প্রতি অভিযোগের শেষ নেই ফুটবলারদের। এবার এ বিষয়ে সংস্থাটিকে অভিযোগের কাঠগড়ায় তুলল বরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠ জিগনাল ইদুনায় স্কটিশ ক্লাব সেল্টিককে আতিথ্য দেয় ডর্টমুন্ড। ম্যাচটি ৭-১ গোলে জিতে সেল্টিককে উড়িয়ে দিলেও ম্যাচ শুরুর আগে ঘটে এক অভাবনীয় কাণ্ড।
ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এক টিফো (বড় আকৃতির ব্যানার) প্রদর্শন করে কালো-হলুদের সমর্থকরা। এক পাশের গোলপোস্টের পেছনে থাকা ডর্টমুন্ড সমর্থকরা বিশালাকৃতির হরফে লেখা ওই টিফো প্রদর্শন করে, যাতে লেখা ছিল, ‘উয়েফা মাফিয়া।’
ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটিকে কেন তারা ‘মাফিয়া’ বলল, সে বিষয়টিও স্পষ্ট করেছে সমর্থকরা। এ সময় বড় টিফোর নিচে ছোট অথচ লম্বা ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিল, ‘খেলাটি নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের চিন্তায় রয়েছে শুধুই অর্থ।’
চলতি মৌসুম থেকে চারটি দল বাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগকে ৩৬ দলের প্রতিযোগিতায় পরিণত করেছে উয়েফা। পাশাপাশি, গ্রুপপর্ব থেকে প্রথম রাউন্ডকে বানানো হয়েছে লিগ পর্ব।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগ, কনফারেন্স লিগসহ উয়েফার সব প্রতিযোগিতায়ই এসেছে এই পরিবর্তন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
এর ফলে গত মৌসুমগুলোর তুলনায় এবার উয়েফার প্রতিযোগিতায় অংশ নেওয়া একেকটি ক্লাবের মোট খেলা ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ক্লাবগুলোর সূচিতেও তাই এসেছে আরও কর্মচাঞ্চল্য।
এর ওপর আবার রয়েছে উয়েফা নেশন্স লিগ, বিশ্বকাপ বাছাই প্রভৃতির মতো আন্তর্জাতিক ফুটবল কর্মসূচি এবং বেশি দল নিয়ে শুরু হতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ। ফলে দম ছাড়ার সময় পাচ্ছেন না ইউরোপীয় ক্লাবগুলোর খেলোয়াড়রা। এর নেতিবাচক প্রভাব পড়ছে ফুটবলারদের শরীরে।
মৌসুম শুরু না হতেই ইউরোপের ক্লাবগুলোর ফুটবলারদের চোটের লম্বা লাইন লেগেছে।