এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়া কাপ বাছাইপর্বের এইচ গ্রুপের তিন দেশের ম্যাচগুলো শুরু হবে বুধবার।
আগামীকাল (৮ মার্চ) বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এটি।
বাছাই পর্বের এই খেলার এশিয়ান মিটের শক্তিশালী গ্রুপ এইচ-এ রাখা হয়েছে স্বাগতিক বাংলাদেশ, ইসলামিক রিপাবলিক অব ইরান ও তুর্কমেনিস্তানকে।
গ্রুপের ম্যাচে আগামীকাল (বাংলাদেশ সময়) বিকাল ৫টায় উদ্বোধনী ম্যাচে ইরানের মুখোমুখি হবে তুর্কমেনিস্তান।
স্বাগতিক বাংলাদেশ শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করবে এবং শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ একই সময়ে এবং একই ভেন্যুতে রবিববার (১২ মার্চ) শক্তিশালী ইরানের মুখোমুখি হবে।
বাংলাদেশ টেলিভিশন ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে এবং বাংলাদেশ বেতার ম্যাচগুলোর চলমান ধারাভাষ্য সম্প্রচার করবে।
আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব।
আজ বাফুফে হাউসে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী তিনটি দলের কোচ ও অধিনায়করা গ্রুপ শিরোপা জয়ের জন্য একটি বিনোদনমূলক ফুটবল খেলার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) ৩৫ সদস্যের একটি জাতীয় দল ঘোষণা করেছে, যার মধ্যে ২৩ জন বুটার এবং ১২ জন কর্মকর্তা রয়েছে।
বাংলাদেশ দলের খেলোয়াড়:
গোলরক্ষক: রূপনা চাকমা (সহ-অধিনায়ক), সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল
রক্ষক; সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাটি কিস্কু, ইতি খাতুন ও উন্নতি খাতুন
মিডফিল্ডার: স্বপ্না রানী, সোহাগী কিস্কু, মাহফুজা খাতুন, নওসন জাহান, মিস রুপা, রেহেনা খাতুন, শামসুন্নাহার (অধিনায়ক), হালিমা আক্তার ও তৃষ্ণা রানী।
ফরোয়ার্ড: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তানজুম, আইরিন খাতুন ও সৌরভি আখন্দ প্রীতি।
দলনেতা-জাকির হোসেন চৌধুরী, টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর-পল থমাস স্মালি, প্রধান কোচ-গোলাম রব্বানী ছোটন।