প্রথম তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার পর অন্তত শেষ ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব ২০ বাছাইপর্ব শেষ করতে পারবে কি না, তা নিয়ে জেগেছিল সংশয়। তবে সেই শঙ্কা কাটিয়ে জয় দিয়েই সমাপ্ত হয়েছে বাংলাদেশের বাছাইপর্ব।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে একটি করে জয় ও ড্র এবং দুই হারের মধ্য দিয়ে বাছাইপর্ব শেষ করল মারুফুল হকের দল।
ভিয়েতনামের কাছে তৃতীয় ম্যাচ হেরেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মূলপর্বে খেলার আশা। তিন ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় কিছুটা হলেও সান্ত্বনা দেবে দেশের যুবাদের।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ: ভিয়েতনামের কাছে হেরে বাছাইপর্ব থেকেই বাংলাদেশের বিদায়
এদিন উইঙ্গার আসাদুল মোল্লার দারুণ শট থেকে পাওয়া গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর আক্রমণভাগে শৃঙ্খলার অভাবে বারবার খেই হারাচ্ছিল বাংলাদেশ। বিরতির আগে তো সমতায় ফিরেই গিয়েছিল ভুটান, তবে তাদের সেই শটটি ক্রসবারে লাগলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।