বিশ্বকাপজয়ী ম্যারাডোনার প্রয়াণে এবার শোকবার্তায় যোগ দিয়েছেন আরও এক বিশ্বকাপজয়ী তারকা পেলে। নিজের অফিসিয়ার টুইটারে এ শোক প্রকাশ করেন ৮০ বছরের এ ব্রাজিলিয়ান তারকা।
পেলে লেখেন, 'মর্মান্তিক খবর! দারুণ এক বন্ধুকে আজ হারালাম আমি। বিশ্ব হারাল এক কিংবদন্তীকে। আরও অনেক কিছুই বলার রয়েছে, তবে এখনকার মতো শুধু বলতে চাই, ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিক। একদিন আকাশেও ফুটবল খেলব আমরা।'
আর্জেন্টাইন তারকা ম্যারাডোনা নাকি ব্রাজিলিয়ান তারকা পেলে- কে শ্রেষ্ঠ? ফুটবল দুনিয়ায় এ বিতর্ক চিরকালের।
প্রসঙ্গত, পেলের ৮০তম জন্মদিনে ম্যারাডোনার বার্তা ছিল, 'সর্বজনীন শ্রদ্ধা রাজাকে।' আর ম্যারাডোনার ৬০তম জন্মদিনে পেলের বার্তা ছিল 'আমার দারুণ বন্ধু। তোমার যাত্রা দীর্ঘ হোক। আমি পাশে থাকব। তোমার মুখের অম্লান হাসি দেখে যেন আমিও হাসতে পারি।'
প্রসঙ্গত, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিগ্রে’তে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার মারা যান তিনি।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মাদকাসক্তি নিয়ে দীর্ঘ সমস্যায় ভুগছিলেন ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।
আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এরপর সোনালি যুগের ক্লাব নাপোলি হয়ে খেলেছেন বার্সেলোনা।