ক্রিস্তিয়ানো রোনালদোসহ একের পর এক তারকা খেলোয়াড় কিনেও আশানুরূপ ফল পাচ্ছে না সৌ প্রো লিগের ক্লাব আল নাসর। নতুন মৌসুমে ভালো শুরু না হওয়ায় এবার তাই কোচ ছাঁটাই করল ক্লাবটি।
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র করেছে আল নাসর। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এরপরই নড়েচড়ে বসে ক্লাবটির কর্তাব্যক্তিরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরাকের ক্লাব আল শোর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল নাসর। দলের এই ব্যর্থতার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পর্তুগিজ কোচ লুই কাস্ত্রোকে ছাঁটাইয়ের খবর পাওয়া যায়।
বুধবার তার স্থলাভিষিক্ত হয়েছেন এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিওলির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আল নাসর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রোনালদোর আল নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল হিলাল
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিওলি এখন নাসরাউই। নতুন কোচ হিসেবে স্তেফানো পিওলিকে আমরা স্বাগত জানাই।’
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০২১-২২ মৌসুমে এসি মিলানকে সেরি-আ চ্যাম্পিয়ন করেন পিওলি। সেবার ইতালির সেরা কোচও নির্বাচিত হন তিনি। এরপর এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানের তত্ত্বাবধায়নে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে ক্লাবটি। তবে লিগে গত মৌসুমে সুবিধা করতে না পারায় চলতি বছরের মে মাসে মিলানের চাকরি হারান তিনি। এরপর থেকে ফ্রি এজেন্ট ছিলেন এই কোচ।
শুধু এসি মিলান নয়, ইতালিতে পিওলিও কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ। এসি মিলান ছাড়াও লাৎসিও, ইন্টার মিলান ও ফিওরেন্তিনায় দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবারই প্রথম কোচিং করাতে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন তিনি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসর ক্যারিয়ার শুরু করবেন এই ইতালিয়ান কোচ।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক