ঢাকা, ১৯ নভেম্বর (ইউএনবি)- ছেলে সন্তানের পর এবার মেয়ের বাবা হলেন ক্রিকেটার তামিম ইকবাল খান।
মেয়ের ছবি না দিলেও মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশ সেরা ওপেনার।
তামিমের ওই পোস্টে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা- ‘আই অ্যাম অ্য গার্ল’। এর ঠিক নিচেই লেখা মিস আলিশবা ইকবাল খান।
প্রসঙ্গত, সন্তান সম্ভবা স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতেই চলমান ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবাল।
২০১৩ সালের ২২ জুন দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশা সিদ্দীকীকে বিয়ের তিন বছর পর ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন তামিম ও আয়েশা সিদ্দীকী দম্পতি। তাদের ছেলের নাম আরহাম ইকবাল খান।