রালফ রাংনিকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে কোচ অনুসন্ধানের নতুন মিশনে নেমেছে বায়ার্ন মিউনিখ। ক্লাবটি পরবর্তী কোচ হিসেবে এবার ইউলেন লোপেতেগিকে টার্গেট করেছে বলে গোল ডটকমের খবরে বলা হয়েছে।
চলতি মৌসুম শুরুর আগমুহূর্তে উলভারহ্যাম্পটন থেকে বরখাস্ত হন লোপেতেগি। তারপর থেকে বেকার বসে আছেন এই স্প্যানিশ কোচ। তবে ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত করতে সম্প্রতি লোপেতেগির সঙ্গে যোগাযোগ করেছে ওয়েস্ট হ্যাম। এর মধ্যেই বায়ার্ন মিউনিখের আগ্রহের কথা জানা গেল।
স্কাই স্পোর্টসের বায়ার্ন মিউনিখ ও দলবদল প্রতিবেদক ফ্লোরিয়ান প্লেটেনবেয়ার্গ এক্স পোস্টে জানিয়েছেন, ৫৭ বছর বয়সী সাবেক এ রিয়াল মাদ্রিদ কোচ বায়ার্নের পছন্দের তালিকার শীর্ষে না থাকলেও তার ব্যাপারে খোঁজ নিয়েছে ক্লাবটি। অন্যদিকে, ফুটবলে ফিরতে মুখিয়ে রয়েছেন লোপেতেগি।
গত ফেব্রুয়ারি মাসে টমাস টুখেলের সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি শেষ করার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই নতুন কোচের খোঁজে রয়েছে বায়ার্ন মিউনিখ।
শুরুতে চলতি মৌসুমে বায়ের লেভারকুজেনকে নিয়ে চমক দেখানো কোচ শাবি আলোনসোর সঙ্গে বায়ার্ন চুক্তিবদ্ধ হতে চাইলেও শেষ পর্যন্ত লেভারকুজেনেই আরও অন্তত এক বছর কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাবি। এরপর নিজেদেরই সাবেক কোচ নাগেলসমানকে ফের ফেরানোর চিন্তা করে বায়ার্ন কর্তৃপক্ষ। তবে ইউরোর আগে জার্মানির জাতীয় দল ছেড়ে আসতে চাননি তিনিও। এরপর রাংনিকের দিকে নজর যায় ক্লাব কর্তাদের। শেষমেষ তিনিও খালি হাতে ফেরালেন ক্লাবটিকে।
চলতি মৌসুমটি সাম্প্রতিককালের সবচেয়ে বাজেভাবে কাটছে বায়ার্নের। বুন্দেসলিগায় তাদের টানা ১১ বছরের আধিপত্য শেষ করে বেশ কয়েক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো লিগ শিরোপা নিজেদের ঘরে তুলেছে লেভারকুজেন। জার্মান কাপেও তাদের পারফরম্যান্স ছিল হতশ্রী, টুর্নামেন্টে তাদের থামতে হয় দ্বিতীয় রাউন্ডেই। মৌসুমে এখন তাদের সম্ভাবনা টিকে আছে শুধু চ্যাম্পিয়ন্স লিগে। সেখানেও সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে তারা। আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে ফিরতি লেগে মাঠে নামবে বায়ার্ন।