এশিয়া কাপের ফাইনালে রবিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত।
এর আগে শ্রীলঙ্কার করা ৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার ১ বলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের পক্ষে ব্যাট করতে নেমে ওপেনার ইশান কিশান ২৩ রানে এবং শুভমান গিল ২৭ রানে অপরাজিত থাকে।
সবমিলিয়ে ২৩ দশমিক ৩ ওভারে এবারের ফাইনাল শেষ হয়েছে।
এর আগে ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে ফেলেন এবং ১২ রানে ৬ উইকেট নেন তিনি।
এরপর মাত্র ১৫ ওভার ২ বলে ৫০ রান সংগ্রহের মধ্যে দিয়ে শেষ হয় শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনাল যাত্রা। জেতার জন্য তাই ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫১ রান।
আরও পড়ুন: এশিয়া কাপের শিরোপা জিততে ভারতের প্রয়োজন ৫১ রান
এর আগেই ভারত সর্বাধিক ৭টি এশিয়া কাপ শিরোপা জয়ের রেকর্ড করেছে। এবারের জয়ের মাধ্যমে তারা অষ্টমবার শিরোপা জিতেছে।
শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। প্রথম ওভারেই ঘরের দল তাদের প্রথম উইকেট হারায় এবং তৃতীয় ওভারে আরও চারটি উইকেট পড়ে যায়।
তৃতীয় ওভারে সিরাজ চার উইকেট নিয়েছিলেন। যদিও একটুর জন্য তিনি হ্যাটট্রিক করতে পারেননি। তবে এই একটি ওভারই মূলত শ্রীলঙ্কাকে ছিন্নভিন্ন করে দিয়েছে।
তার ১২ রানে ছয় উইকেট নেওয়ার রেকর্ড এখন ওডিআইতে ভারতের জন্য দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স।
শ্রীলঙ্কার ৯জন ব্যাটসম্যান এক অঙ্কের স্কোরে আউট হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই শূন্য রানে আউট হয়েছেন।