খেলার পাওয়ার প্লেতে কঠোর বোলিংয়ের মুখে একের পর এক উইকেট পাকিস্তানের কাছে ধরাশায়ী হতে থাকে। এক শ’ রান না ছুঁতেই হারায় পাঁচটি উইকেট। এরপর ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রানের স্কোর করে লঙ্কানরা।
রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক বাবর আযম।
এই আসরের সুপার-৪ রাউন্ডে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছিল। সুপার-৪ ম্যাচের ফাইনালে খেলা পাকিস্তান, ভারত ও আফগানিস্তানকে হারিয়েছিল শ্রীলঙ্কা।
অন্যদিকে, পাকিস্তান সুপার-৪ ম্যাচে আফগানিস্তান ও ভারতকে হারালেও শ্রীলঙ্কার কাছে হার মেনেছিল। এশিয়া টি টোয়েন্টি টোয়েন্টি আসরের ফাইনালে সেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে পাকিস্তান।
পাকিস্তানের একাদশ: ১. বাবর আজম (অধিনায়ক), ২. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩. ফখর জামান, ৪. ইফতিখার আহমেদ, ৫. খুশদিল শাহ, ৬. শাদাব খান, ৭. আসিফ আলী, ৮. মোহাম্মদ নওয়াজ, ৯. নাসিম শাহ, ১০. হারিস রউফ , ১১. মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কার একাদশ: ১. কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ২. পাতুম নিসাঙ্কা, ৩. ধনঞ্জয়া ডি সিলভা, ৪. দানুশকা গুনাতিলাকা, ৫. দাসুন শানাকা (অধিনায়ক), ৬. ভানুকা রাজাপাকসে, ৭. চামিকা করুনারত্নে, ৮. ওয়ানিন্দু হাসরাঙ্গা, ৯. মহীশ তিকশানা, ১০. প্রমোদ মাদুসান, ১১. দিলশান মাদুশঙ্কা।