নতুন ওয়ানডে অধিনায়ক কুসল পেরেরার নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে আজ সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কান খেলোয়াড়েরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। তারা ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে ২৩, ২৫, এবং ২৮ মে তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলবে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোনারগাঁও হোটেলে উঠেছে শ্রীলঙ্কা দল। এখন তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।
কোয়ারেন্টাইন শেষে ১৯-২০ মে বিসিবি ক্রিকেট একাডেমিতে দুদিনের অনুশীলনের সুযোগ পাবে দলটি।
পরে ২১ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা টিম।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়েন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
বাংলাদেশের প্রাথমিক দলে রয়েছেন- তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হাসান ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।