আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে এবার চমক হিসেবে রয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো পেসার শামার জোসেফ। বিশ্বকাপের মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে এই উদীয়মান ক্রিকেটারের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ক্যারিবিয়ানরা। এ উপলক্ষে শুক্রবার নিজেদের দল ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: অভিষেকে তানজিদের ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ
ফ্লাইট মিস করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া শিমরন হেটমায়ারকে আরেকবার সুযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন হেটমেয়ার। এরপর একেবারে বিশ্বকাপের মাধ্যমে দলে ফিরছেন বিধ্বংসী এই ব্যাটার।
বর্তমানে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন হেটমেয়ার। এবারের আইপিএলে ব্যাটিংবান্ধব পিচ নিয়ে সমালোচনা হলেও সেখানে রানখরায় ভুগছেন তিনি। অর্থাৎ, ব্যাট হাতে ফর্মে নেই এই ক্যারিবিয়ান। আইপিএলে সাত ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮৩ রান।
অন্যদিকে, এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষিক্ত হন শামার। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে প্রতিভার সাক্ষর রাখেন তিনি। পরের ম্যাচে চোট নিয়ে খেলেও দ্বিতীয় ইনিংসে ৬৮ রান খরচায় ৭ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে অভাবনীয় জয় এনে দেন তরুণ এ পেসার।
আরও পড়ুন: আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
এর পর থেকে সাদা বলের ক্রিকেটে তাকে খেলানোর জন্য মুখিয়ে আছেন দেশটির ক্রিকেট বোর্ডের কর্তারা। চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে থাকলেও তাই আসন্ন বিশ্বকাপ আসরের দলে তাকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি।
রভম্যান পাওয়েলকে অধিনায়ক ও আলজারি জোসেফকে সহ-অধিনায়ক করে এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তরুণদের পাশাপাশি দলে আছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞরা।
অবসরে যাওয়া সুনিল নারাইনকেও দলে ফেরানোর চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তনে ব্যর্থ হয়েছে বোর্ড।
আসন্ন বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের গ্রুপসঙ্গী পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২ জুন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বসেরার লড়াইয়ে মাঠে নামবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড।