করাচিতে দিবারাত্রির টেস্ট খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া প্রস্তাব না করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এর আগে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথম টেস্টের পরই বিসিবিকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দেয় পিসিবি।
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তানের প্রস্তাবের বিষয়ে আমরা টিম ম্যানেজম্যান্টের সাথে আলোচনা করেছি। কিন্তু তারা গোলাপী বলে প্রস্তুতির ঘাটতির কারণে এই সিরিজে দিবারাত্রির ম্যাচ খেলতে চায় না।’
‘সবকিছু বিবেচনা করে আমরা এই মুহূর্তে পাকিস্তানে দিবারাত্রির টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন তিনি।
করাচিতে টেস্ট ম্যাচ ছাড়াও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।
এর আগে গত নভেম্বরে কলকাতায় ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলে বাংলাদেশ। যদিও অধিকাংশ খেলোয়াড়ই দিবারাত্রির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।