করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় এখন ভালো আছেন এবং করোনা নেগেটিভ হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক।
আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ায় মাঝপথে এ বাছাইপর্ব স্থগিত করা হয়।
তবে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ দল।
ঢাকায় ফেরত আসার পর তাদের রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ নারী দলের দুই সদস্য করোনা পজেটিভ এসেছেন। এর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দুজনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তারা বাড়ি যেতে পারবেন।
এছাড়া নারী দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে এখনও নেগেটিভ হননি। বিসিবির সূত্র মতে, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন এবং এই সপ্তাহে তার করোনা পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় নেগেটিভ হলে তিনি আইসোলেশন সেন্টার ছাড়ার অনুমতি পাবেন।