দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা বার্সেলোনার ‘গোল্ডেন বয়’ পেদ্রিকে নিয়ে টুর্নামেন্টজুড়ে বিশেষ সতর্ক ছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে জার্মানির বিপক্ষে মাঠে নেমেই ইনজুরিতে পড়েন তিনি। এর ফলে ইউরোর চলতি আসরে পেদ্রিকে আর মাঠে দেখা যাবে না।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পেদ্রির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ম্যাচ শুরুর প্রথম মিনিটেই পেদ্রিকে বিপজ্জনক এক ফাউল করে বসেন জার্মানির রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। ফাউলটি এতটাই বিপজ্জনক ছিল যে, পেদ্রি যখন হুড়মুড়িয়ে পড়ছেন, তখন তার কাঁধেও আঘাত লাগতে পারত।
এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি মাঠে নামলেও ম্যাচের অষ্টম মিনিটে আর খেলা চালিয়ে যেতে পারেননি। ফলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
আরও পড়ুন: স্বর্গীয় ফুটবল উপহার দিয়েও নিয়তি মানতে হলো জার্মানির
পরবর্তীতে স্পেনের ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাঁটুর চোটে পেদ্রি চলমান ইউরো আসরের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।
শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অবশ্য ২-১ গোলে জিতে নিয়েছে স্পেন।
এর ফলে মঙ্গলবার রাতের সেমিফাইনালে বার্সা প্লেমেকারকে লা রোহার জার্সিতে খেলতে দেখা যাবে না। ওই ম্যাচটি স্পেন জিতলে আগামী সোমবার (১৫ জুলাই) ফাইনাল ম্যাচটিও তাকে দর্শক হয়ে সতীর্থদের খেলা দেখতে হবে।