ম্যাচ চলাকালে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় চেলসি ও নটিংহ্যাম ফরেস্টকে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি ব্লুসদের এক খেলোয়াড়কে নিষেধাজ্ঞাসহ ক্লাবটিকে ৫০ হাজার পাউন্ড জরিমানার কবলে পড়তে হয়েছে।
ঘটনাটি রবিবারের। প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ফরেস্টকে আতিথ্য দেয় চেলসি। ১-১ গোলে ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই ঘটে বিপত্তি।
ম্যাচের ৮২তম মিনিটে চেলসির ডাগআউটের সামনে সাইডলাইন থেকে উইংব্যাক মার্ক কুকুরেইয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন নটিংহ্যামের ফুলব্যাক নেকো উইলিয়ামস। কুকুরেইয়াকে তিনি এত জোরে ধাক্কা দেন যে ডাগআউটের সামনে দাঁড়িয়ে থাকা চেলসি কোচ এনসো মারেসকার ওপর গিয়ে পড়েন তিনি। এতে মারেসকাও মাটিতে পড়ে যান।
এরপর উইলিয়ামসের দিকে তেড়ে যান চেলসির খেলোয়াড়রা, অন্যদিক থেকে এগিয়ে আসেন ফরেস্টের খেলোয়াড়রা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেঞ্চে থাকা চেলসির খেলোয়াড়রাও মারামারিতে যোগ দেন।
একপর্যায়ে চেলসি ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন ফরেস্টের ব্রাজিলীয় সেন্টার ব্যাক মোরাতোর মুখে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন।
বেশ কিছুক্ষণ ধরে এমন বিবাদ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেফারি। এরপর কুকুরেইয়া, লেভি চিলওয়েল এবং ফরেস্টের নেকো উইলিয়ামসকে হলুদ কার্ড দেখান তিনি।
আরও পড়ুন: সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
এ ঘটনার পর নড়েচড়ে বসে ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ। ঘটনাটির ভিডিও পর্যালোচনা করে দুই ক্লাবকে ‘নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে’ বলে অভিযুক্ত করেছে এফএ। এ বিষয়ে কারণ দর্শাতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ক্লাব দুটিকে।
এছাড়া, কুকুরেইয়াকে আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। ওই ম্যাচে খেলতে পারবেন না চেলসির আরও এক খেলোয়াড়। পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখে এই শাস্তি পেয়েছেন ক্লাবটির ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা।
ম্যাচটিতে দুই দলের মোট ১১ জনকে হলুদ কার্ড দেখান রেফারি। এর মধ্যে চেলসির ছয়জন কার্ড পাওয়ায় প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে ক্লাবটিকে।
প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে এক দলের ছয়জন বা তার বেশি খেলোয়াড় হলুদ কার্ড পেলে ক্লাবটিকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করার বিধান রয়েছে।
আরও পড়ুন: বর্ণবাদী মন্তব্য করে ১০ ম্যাচ নিষিদ্ধ ইতালিয়ান ফুটবলার
তবে এতকিছুর মধ্যেও শাস্তি থেকে রেহাই পেয়েছেন চেলসি আরেক খেলোয়াড় নিকোলাস জ্যাকসন। রিভিউতে তার আচরণ ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত হয়নি।
ম্যাচশেষে সেদিন অবশ্য সাংবাদিকদের কাছে নিজের শিষ্যদের পক্ষে সাফাই গান মারেসকা।
তিনি বলেন, ‘কিছু কিছু পরিস্থিতি আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিৎ; এটি তেমনই একটি ঘটনা। তবে ওরা একজোট হয়ে যেভাবে পরিস্থিতির মোকাবিলা করল, (চলতি মৌসুমে) যেভাবে একট্টা হয়ে খেলছে, তাতে আমি সন্তুষ্ট।’