বায়ার্ন মিউনিখের পর চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে তাদেরই মাঠ থেকে জিতে ফিরেছে নুরি সাহিনের শিষ্যরা।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে স্থানীয় সময় বুধবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে গত মৌসুমের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ড।
এদিন তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭৬ ও ৮৬তম মিনিটে ক্লাবটির ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জ্যামি গিটেন্স জোড়া গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ডর্টমুন্ডের গিনি স্ট্রাইকার সেরিউ গিরাসি। দুই গোলদাতাই বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
এদিন নিজেদের মাঠেও ডর্টমুন্ডের আক্রমণে কোণঠাসা হয়ে ছিল ক্লাব ব্রুজ। ম্যাচজুড়ে ডর্টমুন্ডের ৬৩ শতাংশ সময় বলের দখলের বিপরীতে তাদের পায়ে বল ছিল মাত্র ৩৭ শতাংশ। তবে আক্রমণে সফরকারীদের পেছনে ফেলে দলটি। ১৯ শটের পাঁচটি লক্ষ্যে রাখলেও গোল আদায় করতে পারেনি ক্লাব ব্রুজ, অন্যদিকে ১৭টি শটের ৬টি লক্ষ্যে রেখে তার তিনটি থেকে গোল পেয়েছে ডর্টমুন্ড।
তবে নিজেদের জাল অক্ষত রাখায় বড় অবদান ছিল ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের। প্রতিপক্ষের বেশ কয়েকটি দারুণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই গোলরক্ষক।
দ্বিতীয় রাউন্ডে আগামী ১ অক্টোবর ঘরের মাঠে সেল্টিককে আতিথ্য দেবে ডর্টমুন্ড। অপরদিকে, পরের দিন প্রথম জয়ের খোঁজে অস্ট্রিয়ান ক্লাব স্ট্রাম গ্রাৎসের মাঠে খেলতে নামবে ক্লাব ব্রুজ।
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
বুধবার দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া পার্ক দে প্রান্সে পিএসজিকে ৯০ মিনিট আটকে রাখলেও শেষ সময়ের গোলে জিরোনার বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
আরও পড়ুন: নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড