দুই গোলে এগিয়ে থেকেও ব্রাইটনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার। তবে বিরতি পর মাঠে নেমেই ঠিক তার উল্টো চিত্র দেখাল আঙ্গে পোস্তেকোগ্লুর শিষ্যরা।
ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম।
এদিন ম্যাচের অষ্টাদশ মিনিটেই মোহাম্মদ কুদুসের গোলে এগিয়ে যায় হুলেন লোপেতেগির দল। তবে ৩৬তম মিনিটে কুলুসেভস্কির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় টটেনহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নামার প্রথম ১৫ মিনিটে আরও তিন গোল পেয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা।
ম্যাচের ৫৩তম মিনিটে হিউং মিন সনের ডিফেন্সচেরা পাস ধরে গোলমুখে ক্রস দেন ডেস্টিনি উডোগি, তা থেকে ঠিকানা খুঁজে নেন ডিফেন্সিভ মিডফিল্ডার ইভ বিসুমা।
ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই নিজেদের বক্স থেকে হ্যামারদের আক্রমণ প্রতিহত করে দারুণ একটি পাল্টা আক্রমণে উঠে সঙ্গ দিতে দিতে এগোনো সনকে বল বাড়ান কুলুসেভস্কি। দুরুহ কোণ থেকে সন গোলে শট নিলে গোলরক্ষক তা প্রতিহত করলেও ডিফেন্ডার জ্যঁ ক্লেয়ার তোদিবোর পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
পাঁচ মিনিট পর সনের অসাধারণ নৈপুণ্য দেখে ফের গর্জন করে ওঠে হটস্পার স্টেডিয়াম। এবার প্রতিপক্ষের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে গিয়ে তোদিবোকে পরাস্ত করেন সন। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষক আলফন্সো আরেওলাকেও পরাস্ত করে করে বল ঠিকানায় পাঠিয়ে দেন ৩২ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার।