বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যেই এই ইভেন্টের টিকিটের মূল্যও ঘোষণা করেছে।
খেলার সবগুলো ম্যাচই হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
গ্র্যান্ডস্ট্যান্ড ও রুফটপ আপ্যায়ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিট এক হাজার টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা পূর্ব স্টান্ডের ৩০০ টাকা এবং পশ্চিম স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা।
বিটাক সার্কেলের কাছের শাগরিকা টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: বাংলাদেশকে ৩২৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড
ম্যাচের প্রতিটি ফরম্যাটের টিকিট ম্যাচের আগের দিন (৫ ও ৮ মার্চ) এবং ম্যাচের দিন (৬ ও ৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে।
মিরপুরে প্রথম দুই ম্যাচে টানা পরাজয় নিয়ে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। তবে টাইগাররা শেষ ওয়ানডে জিতে সিরিজ শেষ করার লক্ষ্যে থাকবে।
ওয়ানডে সিরিজের পর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ঢাকায়।
আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের