বাংলাদেশের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস ৫৩১ রানে শেষ করেছে শ্রীলঙ্কা। জবাবে ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ১ উইকেটে ৫৫ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কা প্রথম দিন চার উইকেটে ৩১৪ রানে শেষ করেছিল। দ্বিতীয় দিনে আরও ২১৭ রান যোগ করে বাকি ছয় উইকেট হারিয়ে অলআউট হয় দলটি।
অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। কুশল সাকিবের বলে আউট হলেও কামিন্দু অপরাজিত থাকেন।
এই ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন লঙ্কান আরও চার ব্যাটসম্যান।
৩ উইকেট নেন দীর্ঘ ১ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। অন্যদিকে অভিষিক্ত পেসার হাসান মাহমুদ উইকেট নেন ২টি।
এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং পারফরম্যান্স খুবই ধীরগতির দেখা যায়। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে কমপক্ষে ৭টি ক্যাচ ফেলে টাইগাররা। আর ব্যাটে আঘাত করা ১টি ডেলিভারির এলবিডব্লিউর রিভিউ চেয়ে সমালোচিত হয় তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়। এমনকি ভারতীয় পুলিশের একটি বিভাগ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটি নিয়ে মজাচ্ছলে পোস্ট করে।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে সাবধানী শুরুর মাধ্যমে প্রথম উইকেটে ৪৭ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল ও জাকির হাসান। ২১ রানে লাহিরু কুমারার বলে আউট হন মাহমুদুল। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে কোনো রান না তুলে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তাইজুল ইসলাম।