চেলসিতে অনেক টানাপোড়েন শেষে অবশেষে ইতালিতে পাড়ি জমালেন বেলিজিয়ামের ৩১ বছর বয়সী স্ট্রাইকার রোমেলু লুকাকু্। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে নাপোলি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) লুকাকুকে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে নে যাওয়ার কথা ঘোষণা করে নাপোলি।
মূলত লুকাকুর সাবেক গুরু আন্তোনিও কন্তে নাপোলির ডাগআউটের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে পাওয়ার ইচ্ছাপোষণ করে আসছিলেন। এবার সেই স্বপ্ন সত্যি হলো।
কন্তের কোচিংয়ে ক্যারিয়ারে ফর্মের চূড়ায় চড়েন লুকাকু। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এসি মিলানে তার তত্ত্বাবধায়নে খেলেন এই বেলজিয়ান। ২০২০-২১ মৌসুমে ২৪ গোল করে এসি মিলানকে স্কুদেত্তো জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি। এরপরই তার দিকে নজর দেয় চেলসি।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগে কান্সেলো
২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করে তাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যায় লন্ডনের ক্লাবটি। তবে ইনজুরি-ফর্মহীনতাসহ নানা কারণে ২০২২ সালের মের পর আর চেলসির হয়ে খেলার সুযোগ পাননি তিনি। এর মাঝে গত দুই মৌসুম ইতালির ইন্তার মিলান ও রোমায় ধারে খেলেন এই ফরোয়ার্ড।
এর আগে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত চেলসিতে খেলেন লুকাকু। তবে স্ট্যামফোর্ড ব্রিজে তার দ্বিতীয় অধ্যায় মোটেও ভালো কাটেনি।
গুঞ্জন রয়েছে, নাপোলির স্ট্রাইকার ভিক্তর অশিমিয়েনকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ক্লাবটি। এ উদ্দেশ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির সঙ্গে আলোচনাও করছে তারা। এখন লুকাকু নাপোলিতে যোগ দেওয়ায় সেই সম্ভাবনার আগুনে আরও একটু ঘি ঢালা হলো।
আরও পড়ুন: চেলসি থেকে আতলেতিকো মাদ্রিদে গ্যালাগার