চোটের কারণে এক বছর মাঠের বাইরে থাকার পর সম্প্রতি খেলায় ফিরেছেন নেইমার। তবে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই ফের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলীয় তারকাকে। তবে এবারের চোটটি খুব বেশি গুরুতর নয় বলে আশা করছেন তিনি।
সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। খেলতে নেমে পায়ের জাদু দেখাতে শুরু করেন তিনি। একপর্যায়ে গোলমুখে সতীর্থের বাড়ানো একটি পাস ধরতে এগিয়ে যান। পাসটি নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তার।
সে সময় ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে কিছু সময় তাকে নিচু হয়ে থাকতে দেখা যায়, পরে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় ৩২ বছর বয়সী এই তারকাকে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিজের শারীরিক অবস্থার বিষয়ে আপডেট জানিয়েছেন নেইমার।
তিনি লেখেন, ‘ক্র্যাম্পের মতো একটা অনুভূত হয়েছিল, বেশ বড় ধরনের। কয়েকটি টেস্ট করাব, তবে আশা করছি, (চোটটি) বিশেষ গুরুতর কিছু নয়।’
‘এক বছর পর (মাঠে ফেরার কারণে) এমনটি হওয়া যে স্বাভাবিক, ডাক্তাররা আগেই আমাকে এ নিয়ে সতর্ক করেছিলেন। তাই এখন থেকে আরও সতর্ক হয়ে বেশি বেশি মিনিট খেলার চেষ্টা করব।’
গত বছরের আগস্ট মাসে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার পর থেকেই চোটে জেরবার নেইমার। আল হিলালের হয়ে এ পর্যন্ত মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। চোটের কারণে নিবন্ধন না করায় আগামী জানুয়ারির আগে তিনি সৌদি প্রো লিগে খেলতে পারবেন না।