এক্সিম ব্যাংক ৩৫তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার-ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় এই দুই দল।
আগামীকাল শুক্রবার (৭ জুন) বিকাল সোয়া ৩টায় একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম নজরুল ইসলাম মজুমদার ফাইনাল খেলা উপভোগ করবেন এবং পরে শিরোপা তুলে দেবেন বিজয়ী দলের হাতে।
বৃহস্পতিবার দিনের সেমিফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি ৫৯-৯ গোলে যশোর ডিডিএকে এবং বাংলাদেশ পুলিশ ৩৯-১০ গোলে জামাল ডিএসএকে পরাজিত করে।
এর আগে একইদিন সকালের ম্যাচে বাংলাদেশ আনসার-ভিডিপি ৩০-৩ গোলে নওগাঁ ডিএসএকে, পুলিশ ৩১-৩ পয়েন্টে ফরিদপুরকে, যশোর ৩৪-২৬ পয়েন্টে মাদারীপুরকে এবং জামালপুর ডিএসএ ৩০-২৪ গোলে ঢাকাকে পরাজিত করে।