নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে শনিবার খেলোয়ার এবং কর্মকর্তা-কর্মচারীরা করোনা পরীক্ষা করান। তাতে জেমি ডে’র করোনা পজিটিভ আসে। তবে বাকিদের ফল নেগেটিভ এসেছে।
এর আগে, গত শুক্রবার মুজিব বর্ষে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা সফরকারী নেপালের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায়।
পরের দিন শনিবার বাংলাদেশ ও নেপাল দলের সকল খেলোয়াড় ও কর্মচারীদের নিয়মিত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের জয় নির্ধারণী খেলার আগে এবং পাশাপাশি দোহাতে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের খেলার আগে এমন সংবাদ বাংলাদেশ দলের জন্য এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসার পরে জেমি ডে তার হোটেল রুমে আইসোলেশনে আছেন। বাংলাদেশ দলের প্রধান কোচের আর কোনো লক্ষণ না থাকলেও খানিকটা ঠাণ্ডাজণিত সমস্যা আছে।
এদিকে, করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে আজ (রবিবার) আরও একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মকর্তা জানিয়েছেন।
দলের প্রধান কোচ জেমি ডে অনুপস্থিতিতে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ পরিচালনা করবেন বলে জানা গেছে।