শ্রীলংকার বিপক্ষে চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়ে রেকর্ড ছুয়েছিলেন ইংল্যান্ডের হালের ব্যাটিং লাইন-আপের অন্যতম আস্থার নাম জো রুট। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে সেই রেকর্ড ভাঙার পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন রেকর্ড।
টেস্টে ইংল্যান্ডের হয়ে মোট ৩৪ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। এর ফলে স্যার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার হয়ে গেছেন তিনি।
প্রথম ইনিংসে ১৪৩ রানের ইনিংস খেলার পথে ৩৩তম টেস্ট সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে কুকের পাশে বসেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে সবাইকে ছাড়িয়ে চূড়ায় উঠেছেন এই ব্যাটার।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মালান
শুধু তা-ই নয়, এক যুগের টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনোই টেস্টে জোড়া সেঞ্চুরির দেখা পাননি তিনি। এবার তা করে ইংল্যান্ডের এমন কীর্তি করা দ্বাদশ ক্রিকেটার বনে গেলেন তিনি। তবে লর্ডসে এই রেকর্ড আছে তিনি ছাড়া কেবল তিনজনের; ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি এবং ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও মাইকেল ভন দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এই মাঠে।
এর সঙ্গে আরও একটি দারুণ ব্যাপার ঘটেছে রুটের ক্রিকেট ক্যারিয়ারে। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে শতকের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।
লর্ডসে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৭টি) রেকর্ডও এখন রুটের। আজকের সেঞ্চুরিতে তিনি টপকে গেছেন গুচ ও ভনকে (৬টি করে)। পাশাপাশি এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক গুচের ২ হাজার ১৫ রান ছাড়িয়ে গেছেন তিনি। দ্বিতীয় ইনিংসের ১০৩ রানে বর্তমানে লর্ডসে তার রান বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২-এ।
দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটার হিসেবে রুট আউট হলে ২৫১ রানের পুঁজি পায় ইংল্যান্ড। এতে প্রথম ইনিংসের ২৩১ রানের লিড মিলিয়ে লঙ্কানদের ৪৮৩ রানের লক্ষ্য দিয়েছে থ্রি লায়ন্স।