শেষবারের মত বিশ্বকাপের মঞ্চে খেলবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে ২০১৯ ইংল্যান্ড পর্যন্ত ২৪টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী টাইগার অধিনায়ক।
বাংলাদেশের হেড কোচ স্টিভ রোড জানিয়েছেন, বিশ্বকাপে মাশরাফির বিদায়ী ম্যাচে আবেগকে নিয়ন্ত্রণ করে জয় পেতে মরিয়া তার দল। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য টাইগারদের।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপে ১৯৯৯ সালে প্রথমবার পাকিস্তান-বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। খালেদ মাহমুদের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৬২ রানে হারায় টাইগাররা। এরপর বিশ্বকাপে মুখোমুখি হয়নি দুদল।
এদিকে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে আজ অসম্ভবকে সম্ভব করতে হবে। তিনশোর বেশি রানে বাংলাদেশকে হারাতে হবে সরফরাজ বাহিনীকে।
সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও অতীত নিয়ে মোটেও ভাবতে চান না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সেমিফাইনালে যাওয়াটা এখন অসম্ভব সমীকরণ হলেও শেষ ম্যাচ জিতে ২০১৯ বিশ্বকাপ থেকে ফিরতে চায় ’৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা।