পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে ভারত নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত সিরিজের পরীক্ষা বাংলাদেশ নারী দলের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় হারমনপ্রীত কৌরের দল।
ওসমানী বিমানবন্দরে ভারতীয় নারী দলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিসিবি।
সেখান থেকে পুরো দল চলে যায় হোটেলে। আজ হোটেলে বিশ্রাম করবে ভারতীয় নারী দল।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টির বিশ্ব আসর বসবে বাংলাদেশের মাটিতে। সেই লক্ষ্যে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
সফরের সবগুলো ম্যাচই হবে সিলেটে। আগামী ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর।
এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ এপ্রিল। দু’টি ম্যাচই হবে দিবারাত্রির। যা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এরপর ২ ও ৬ মে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
সিরিজের শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। সেই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ৯ মে সেই ম্যাচ দিয়েই বাংলাদেশ সফরের ইতি টানবে ভারতীয় মেয়েরা।
অবশ্য এর আগে, গত বছরের জুলাইয়েও বাংলাদেশ সফর করে গেছে ভারতের নারী ক্রিকেট দল। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সফরে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে ভারত জয় পেলেও ১-১ তে ভাগ হয়েছে ওয়ানডে সিরিজের ট্রফি।
ভারতের স্কোয়াডে আছেন- হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহঅধিনায়ক), শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।
এদিকে আজ (মঙ্গলবার) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অনুশীলন করে বাংলাদেশ নারী দল। কাঠফাটা রোদে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নেটে অনুশীলন করেন নিগার সুলতানা-নাহিদা আক্তাররা।