২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে টাইগাররা।
পাকিস্তানে সফরে যাওয়ার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের আট নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে এক ধাপ উপরে ওঠে টাইগাররা, আর দ্বিতীয় টেস্ট জিতে এক লাফে চার নম্বর স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। আর এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও অনেক রদবদল এসেছে।
আরও পড়ুন: দলকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন মাশরাফি ও তামিম
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ স্ট্যান্ডিং অনুসারে, ৬ ম্যাটের তিনটিতে জয় ও তিনটিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ৩৩ পয়েন্ট পেলেও টাইগারদের শতাংশ হার ৪৫.৮৩।
অন্যদিকে, হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশের আগের অবস্থান অষ্টম স্থানে নেমে গেছে পাকিস্তান। ৭ ম্যাচে ১৯.০৫ হারে তাদের পয়েন্ট ১৬।
এছাড়া, ৯ ম্যাচে ৬টি জয়, ১টি ড্র ও ২টি হারে টেবিলের শীর্ষে রয়েছে ভারত; ৬৮.৬২ শতাংশ হারে তাদের পয়েন্ট ৭৪। ২ ম্যাচে ৮টি জয়, ১টি ড্র ও ৩টি হারে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া; ৬২.৫০ শতাংশ হারে তাদের পয়েন্ট ৯০। আর ৫০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।