ভারতের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
তৃতীয় দিনের শেষের দিকে ভারত ১৪৫ রান সংগ্রহ করতে গিয়ে ৪৫ রানের মাথায় চারটি উইকেট হারায়। দিনের শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের তিন উইকেটের সুবাদে চার উইকেট হারিয়েছে সফরকারীরা।
শনিবার দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘একটি জয় একেবারেই সম্ভব। ‘আগামীকাল আমাদের তাড়াতাড়ি উইকেট নিতে হবে। লক্ষ্য যতই ছোট হোক না কেন,আমরা যদি তাড়াতাড়ি উইকেট নিতে পারি, তাহলে তাদের জন্য ম্যাচ জেতা কঠিন হবে।’
চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি দু’জনেই দিনের খেলা শেষ হওয়ার আগেই আউট হয়ে যান। তবে ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার এখনো ব্যাট করেননি।
লিটন বলেন, ‘তাদের কিছু ব্যাটসম্যান আছে যারা আমাদের কঠিন অবস্থায় ফেলতে পারে, কিন্তু তাদের দল বেশি চাপে থাকবে।’
এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মুমিনুল হকের সর্বোচ্চ ৮৪ রান নিয়ে মোট ২২৭ রান করে।
আরও ভালো পারফরম্যান্স দিয়ে জবাব দিয়েছে ভারত। পান্ত এবং আইয়ার তাদের দলকে ৩১৪ স্কোর সহ ৮৭ রানের প্রথম ইনিংসে লিড অর্জনে সহায়তা করতে ভাল করেছিলেন।
দ্বিতীয় ইনিংসের লড়াইয়ে নামে বাংলাদেশ। জাকির হাসান হাফ সেঞ্চুরি করে তার দলকে ২৩১ রানে এগিয়ে নেয়।