ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবিন পর্ব শেষ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে।
পর্বের শেষ দিনে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঈদের ছুটির পর সুপার লিগের পর্ব শুরু হবে এবং এতে শীর্ষ ছয় দল থাকবে।
শেখ জামাল ছাড়াও সুপার লিগে খেলবে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান, গাজী গ্রুপ।
রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ঢাকা লিওপার্ডস সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। শেষের তিনটি দল এখন খেলবেন রেলিগেশন লিগে।
মোহাম্মদ নাইম প্রাথমিক পর্যায়ে ৭১৯ রান করে শীর্ষ ব্যাটসম্যান ছিলেন, তারপরে এনামুল হক এবং রবি তেজা যথাক্রমে ৬৪৪ এবং ৫৯৮ রান নিয়ে ছিলেন।
ভারতের পারভেজ রসুল ২৩ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষে আছেন; রবিউল হক ও হাসান মুরাদ যথাক্রমে ২৩ ও ২০ উইকেট নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুপার লিগের সূচি পরে জানাবে।