বল হাতে তাসকিন আহমেদ বিশ্বরেকর্ড গড়ার পর এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ব্যাটিং ঝলকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে দুর্বার রাজশাহী। তাসকিনের তাণ্ডবের পরও ব্যাটাররা ভালো সংগ্রহ পেলেও বোলিংয়ে কার্যকারিতার ছাপ ফেলতে না পারেনি ঢাকা। ফলে বিপিএলের চলতি আসরের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেল দলটি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে দুর্বার রাজশাহী।
এদিন ঢাকার ৭ ব্যাটারকে সাঝঘরের পথ চিনিয়ে আন্তর্জাতিক ও যেকোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তাসকিন আহমেদ। তবে তার বিধ্বংসী বোলিংয়ের পরও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা।
চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নেমে ঢাকার শাহাদাৎ হোসেন দিপু ৪১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া তৃতীয় ব্যাটার স্টিভি এসকিনাজি করেন ৪৬ রান।
আরও পড়ুন: বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড
দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হারিসকে হারায় রাজশাহী। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ৮ বল মোকাবিলা করে কোনো রান না করেই জিসান আলম আউট হলে ইয়াসির আলী রাব্বিকে নিয়ে রানরেটের দিকে খেয়াল রেখে ব্যাট চালাতে থাকেন এনামুল হক বিজয়।
দশম ওভারের প্রথম বলে ২০ বলে ২২ রান করে দলীয় ৭৩ রানের মাথায় ইয়াসির ফিরে গেলে রায়ান বার্লকে নিয়ে বাকি কাজটুকু সারেন বিজয়। ৩৩ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেন জিম্বাবুইয়ান ব্যাটার। অপরপ্রান্তে ৪৬ বলে তিনটি ছক্কা ও ৯টি চার মেরে ইনিংস-সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ফলে ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় রাজশাহী।
প্রথম ম্যাচে ব্যাটাররা ১৯৭ রানের পুঁজি এনে দেওয়ার পর বোলাররা ফরচুন বরিশালের টপ অর্ডার ধসিয়ে দিলেও হেরে যায় রাজশাহী। তবে বোলিং-ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে আজ জয়ে ফিরেছে দলটি।
আরও পড়ুন:
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ১৭৪/৯ (দিপু ৫০, এসকিনাজি ৪৬, শুভম ২৪; তাসকিন ৭/১৯)।
দুর্বার রাজশাহী: ১৭৯/৩ (১৮.১ ওভার) (বিজয় ৭৩*, বার্ল ৫৫*, রাব্বি ২২; মোস্তাফিজ ১/৩৩, বাবু ১/৩৫)।
ফলাফল: দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।