ইন্দোরে শনিবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়। এর আগে প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ১৫০ রান।
জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে।
এর আগে শুক্রবার ভারত ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। শনিবার তারা আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে। আগারওয়াল ২৪৩, আজিঙ্কা রাহানে ৮৬ এবং জাদেজা ৬০* রান করেন।
টাইগারদের পক্ষে আবু জায়েদ রাহি ৪টি এবং মেহেদি মিরাজ ও এবাদত হোসেন ১টি করে উইকেট লাভ করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার ও টপ অর্ডারদের ব্যর্থতার চিত্র আবারও বড় পরাজয়ের শংকায় ফেলে বাংলাদেশকে। মুশফিকুর রিহম (৬৪) একপ্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ (৩৮) এবং লিটন দাম (৩৫) ছোট দুটি ইনিংস উপহার দেন। এগুলো শুধু পরাজয়ের ব্যবধানই কিছুটা কমিয়েছে।
ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৪টি, অশ্বিন ৩টি, উমেশ যাদব ২টি এবং ইশান্ত শর্মা ১টি উইকেট লাভ করেন।
২ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ তে এগিয়ে গেল। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।