দিনের খেলা তখন ১০ ওভারের কম বাকি, এমন সময় কমে এলো আলো। ফলে আগেভাগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করলেন আম্পায়াররা। তবে দিন শেষ হলেও বড় পরাজয়ের আশঙ্কা মাথায় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ এবং সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য পেলেও বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে ৬২ রানের মাথায় জসপ্রিত বুমরাহর বলে গালি অঞ্চলে থাকা যশস্বী জয়সওয়ালের দারুণ ক্যাচে জাকির ফিরে যাওয়ার ওভার পাঁচেক পর সাজঘরে ফেরেন সাদমানও। অশ্বিনের সাদামাটা ডেলিভারিতে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন এই ওপেনার। ফেরার আগে জাকির একটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেন, আর ৬৮ বল মোকাবিলায় তিনটি চারে সাদমানের রান ৩৫।
এরপর অধিনায়ক শান্তকে সমর্থনই দিতে পারেননি মুমিনুলক হক ও মুশফিকুর রহিম, দুজনেই আউট হয়েছেন অশ্বিনের বলে। মিডঅফে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে ফিরতে হয় মুশফিককে (১৩) এবং মুমিনুল (১৩) বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান।
এরই মাঝে হাফ সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। পরে সাকিবের সঙ্গে জুটি গড়ার মাঝে অর্ধশত পূর্ণ করেন তিনি।
ফলে জয়ের জন্য বাংলাদেশের আরও দরকার ৩৫৭ রান। হাতে আছে দুই দিন, তবে শুরুর চার উইকেট খুইয়ে তীরে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
এর আগে, প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের লিডে দ্বিতীয় ইনিংসে আরও ২৮৭ রান যোগ করে ভারত। চার উইকেটে এই রান করে ইনিংস ঘোষণা করার আগে ঋষভ পান্ত (১০৯) ও শুভমান গিল (১১৯) সেঞ্চুরি করেন। টেস্ট ক্যারিয়ারের ২০০তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন গিল। ফলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৭/৪ ডিক্লে. (শুভমান গিল ১১৯*, ঋষভ পান্ত ১০৯; মিরাজ ২/১০৩, নাহিদ রানা ১/২১, তাসকিন ১/২২)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৪*/৪ (শান্ত ৫১*, সাদমান ৩৫, জাকির ৩৩; অশ্বিন ৩/৬৩, বুমরাহ ১/১৮)।