২০১৯ বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার পর তামিম মাত্র ১টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজেও অনুপস্থিত ছিলেন তিনি। তারও আগে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন না এ বামহাতি ওপেনার।
এ নিয়ে তার বাল্যকালের কোচ মোহাম্মাদ সালাউদ্দিন বলেছেন, দীর্ঘ বিরতি তামিমের অভিজ্ঞতা নষ্ট করতে পারবে না।
সালাউদ্দিন বিপিএলে তামিম ইকবালের ঢাকা প্লাটুনের কোচের দায়িত্ব পালন করবেন।
শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মাশরাফি এবং তামিম অনেক অভিজ্ঞ। তারা ১০-১৫ বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলছে। সুতরাং দীর্ঘ বিরতি তাদের অভিজ্ঞতা নষ্ট করতে পারবে না। আমি বিশ্বাস করি তারা কয়েকদিনের মধ্যেই তাদের সেরা ফর্মে ফিরে আসতে সক্ষম হবে।’
বিপিএলের বিশেষ আসরে মাশরাফি এবং তামিম ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন। পাশাপাশি এনামুল হক বিজয়, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, লরি ইভান্স, মুমিনুল হক ঢাকা প্লাটুনের হয়ে অংশ নেবেন।