শাস্তির কারণে এক মৌসুম পর ফিরেই দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে ইতালির ক্লাব ইউভেন্তুস। ডাচ লিগ চ্যাম্পিয়ন পিএসভি আইন্ডহোভেনকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে থিয়াগো মোত্তার শিষ্যরা।
তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আইন্ডহোভেনের বিপক্ষে মাঠে নামে তুরিনের বুড়িরা। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা।
ম্যাচের ২১তম মিনিটে গোল করে ইউভেন্তুসকে এগিয়ে নেন ১৯ বছর বয়সী তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিস। এরপর ২৭ ও ৫২তম মিনিটে অপর গোলদুটি করেন যথাক্রমে ইউভেন্তুসের মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার নিকোলাস ‘নিকো’ গঞ্জালেস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সান্ত্বনাসূচক গোলটি এনে দেন আইন্ডহোভেনের স্প্যানিশ বংশোদ্ভূত মরোক্কান উইঙ্গার ইসমায়েল সাইবারি।
যদিও একই সময়ে সুইস ক্লাব ইয়াং বয়েজ ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটিও শুরু হয়, তবে ইলদিসের ওই গোলটিই নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
শুধু তা-ই নয়, এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন ইলদিস।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে ১৯ বছর ১৩৬ দিন বয়সে গোল করেন এই ফরোয়ার্ড। এর মাধ্যমে ইউভেন্তুস ও ইতালির কিংবদন্তি স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরোর ২৯ বছর আগে গড়া রেকর্ডটি ভেঙে তা নিজের করে নিয়েছেন ইলদিস।
১৯৯৫ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০ বছর ৩০৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তুরিনের ক্লাবটির হয়ে এতদিন সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন তিনিই। তবে ইউরোপের এলিট টুর্নামেন্টে খেলতে নেমেই দেল পিয়েরোরর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তুরস্কের এই তরুণ প্রতিভা।
এদিন দেল পিয়েরোরর বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ইলদিস। কিংবদন্তির রেকর্ড ভেঙে তার জার্সির যথাযোগ্য মুল্যায়ন দিয়েছেন এই ফুটবল প্রতিভা।