ইয়ুর্গেন ক্লপের সোনালী অধ্যায়ের পর আর্নে স্লট লিভারপুল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল ভক্ত-সমর্থকদের মাঝে। তবে নতুন মৌসুমের প্রথম ম্যাচ জিতেই ‘স্লট অধ্যায়’ শুরু করেছে লিভারপুল।
শনিবার (১৭ আগস্ট) ইপসউইচের পোর্টম্যান রোড স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু করেছে লিভারপুল।
ম্যাচের ৬০তম মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়োগো জোতা। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।
এর ফলে ২২ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা ইপসউইচের শুরুটা হলো হার দিয়ে। আর প্রিমিয়ার লিগে স্লটের লিভারপুল অধ্যায়ের শুভ সূচনা হয়েছে।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল
প্রথমার্ধে অবশ্য লিভারপুলকে সমানে চ্যালেঞ্জ জানিয়ে গেছে ইপসউইচ। এতে সমর্থকদেরও হাততালি কুড়ান খেলোয়াড়রা। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে লিভারপুলের স্কোয়াডের শক্তি-সামর্থ্যের কাছে হার মানতে হয় তাদের।