একই মাঠে শুক্রবার অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে ভারত।
এদিকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।
ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে বিশ্বকাপ খেলতে পারার অনুভূতি অন্যরকম। আমরা দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় এসেছি এবং আমরা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রস্তুতি ভালো এবং আসরে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।’
‘আমরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখেছি। ভারত অনেক ভালো খেলেছে। কিন্তু তাদের খেলা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা নিজেদের খেলার প্রতি দৃষ্টি দিচ্ছি,’ যোগ করেন তিনি।
মূল আসরের আগে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল। একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যটিতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে খেলার পর বাকি ম্যাচগুলোতে ২৭ ও ২৯ ফেব্রুয়ারি এবং ২ মার্চ যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।