কার্ডিফের সোফিয়া গার্ডেনে শনিবার বিকাল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচ।
প্রথম বলে বাউন্ডারি মেরে দ্বিতীয় বলেই ম্যাট হেনরি এলবিডব্লিউ’র ফাঁদে বলে বিদায় নেন শ্রীলঙ্কার ওপেনার লাহিরু থিরিমান্নে।
এর আগে টস জিতে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।
চোটের কারণে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে খেলতে পারছেন না টিম সাউদি ও হেনরি নিকোলস। অন্যদিকে লঙ্কান দলে খেলতে পারছেন না নুয়ান প্রদীপ।
শ্রীলঙ্কা দল: ১. দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ২. লাহিরু থিরিমান্নে, ৩. কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ৪. কুশল পেরেরা, ৫. অ্যাঞ্জেলো ম্যাথিউস, ৬. ধনঞ্জয়া ডি সিলভা, ৭. থিসারা পেরেরা, ৮. জীবন মেন্ডিস, ৯. ইসুরু উদানা, ১০. লাসিথ মালিঙ্গা, ১১. সুরঙ্গা লাকমল।
নিউজিল্যান্ড দল: ১. মার্টিন গাপটিল, ২. কলিন মুনরো, ৩. কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ৪. রস টেলর, ৫. টম লাথাম (উইকেটরক্ষক), ৬. জেমস নীশাম, ৭. কলিন ডি গ্র্যান্ডহোম, ৮. মিশেল স্যান্টনার, ৯. লকি ফার্গুসন, ১০. ট্রেন্ট বোল্ট, ১১. ম্যাট হেনরি