ইউরো-২০২৪ জয়ের পথে স্পেনের হয়ে চমক দেখানো নিকো উইলিয়ামসকে পেতে চেয়েও একপ্রকার হতাশ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর্থিক সংকট থাকা সত্ত্বেও তার রিলিজ ক্লস ও বেতনের ব্যাপারে নিশ্চয়তা দিয়েও অনিশ্চয়তায় পড়ে গেছে কাতালান ক্লাবটি।
ইউরো শেষ হওয়ার পরপরই স্প্যানিশ সংবাদমধ্যমে নিকোকে পেতে বার্সেলোনার ইচ্ছার খবর চাউর হয়। এরপর নিকোরও বার্সেলোনার হয়ে খেলার প্রাথমিক ইচ্ছার কথা শোনা যায়। তারপর জানা যায়, আথলেতিক ক্লাব নিকো ধরে রাখতে জোর করবে না, তবে তার রিলিজ ক্লসের ৫৮ মিলিয়ন ইউরোই বার্সেলোনাকে পরিশোধ করতে হবে।
শুরু থেকে বার্সার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হলেও ব্যক্তিগতভাবে আলোচনায় বসতে গড়িমসি করে চলেছেন উইলিয়ামস জুনিয়র। ট্রান্সফার মার্কেটের বড় বড় সাংবাদিকরা কয়েক দফায় বার্সার সঙ্গে তার বসার কথা জানালেও আজ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
আরও পড়ুন: ব্রাজিলীয় ডিফেন্ডারকে ধারে দলে ভেড়াল ডর্টমুন্ড
আবার ফুটবল পাড়ায় বর্তমানে শোনা যাচ্ছে, বিলবাউয়ের সঙ্গে আরও এক বছর নাকি থেকে যাবেন তিনি।
এমন পরিস্থিতিতে খানিকটা হতাশ হলেও একবারে হাল ছেড়ে দিতে নারাজ কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ। তবে ২২ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে চায় না তারা। ফলে নিকোর ইচ্ছা জানার জন্য সময় বেঁধে দিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা সেরের প্রতিবেদন অনুসারে, আগামী ১২ আগস্ট পর্যন্ত নিকোর উত্তরের অপেক্ষা করবে হুয়ান লাপোর্তার পরিচালনা বোর্ড। এর মধ্যেও যদি নিকো কোনো সাড়া না দেন, তবে তার বিকল্প খুঁজবে ক্লাবটি।
সেইসঙ্গে একপ্রকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। ক্লাব সূত্র জানিয়েছে, আগামী মৌসুমে নিকো বার্সায় আসতে চাইলেও সেই সম্ভাবনা ক্লাবটির পূরণ করা সম্ভব না-ও হতে পারে।
নিকোর উত্তর না পেয়ে ইতোমধ্যে স্পেনের আরেক প্রতিভা লাইপসিগের দানি অলমোর সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়েছে বার্সেলোনা। নিকো আসতে চাইলে দুজনকেই, না হলে অলমোকেই দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা।
আরও পড়ুন: সিটিতে থাকছেন কি না, অলিম্পিকের পর জানাবেন আলভারেস