ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জেরে নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ঘটনাটি ঘটে।
অ্যামস্টারডামের ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিব। আয়াক্সের কাছে ম্যাচটি ৫-০ ব্যধানে হারে তেল আবিব।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী।
ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ডাচ ও ইসরায়েলি নেতারা এর নিন্দা জানিয়েছেন। খবর শুনেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কৌশলগত সফরে জরুরি ভিত্তিতে নেদারল্যান্ডস গিয়েছেন।
নিজ দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নেদারল্যান্ডসে একটি বিমান পাঠিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।