ফুটবল অঙ্গনে দারুণ সময় পার করছে স্পেন। পুরষ, নারী কিংবা বয়সভিত্তিক, যে দলই খেলতে নামছে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জিতে চলেছে দেশটির ফুটবলাররা। মেয়েরা ২০২৩ বিশ্বকাপ জেতার পর সম্প্রতি ইউরো এবং অলিম্পিকের স্বর্ণ জিতেছে স্পেনের যুবারা। এরই মাঝে উয়েফা নেশন্স লিগের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্ত।
ইউরোরর শক্তিশালী স্কোয়াডকে প্রায় অপরিবর্তিত রেখেই নেশন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড আলভারো মোরাতা এবং এক নম্বর গোলরক্ষক উনাই সিমোন।
তবে ইউরোর স্কোয়াডে না থাকলেও নেশন্সে লিগের স্কোয়াডে ফিরেছেন আলেইক্স গার্সিয়া, পাউ তোরেস, ইয়েরেমি পিনো ও গোলরক্ষক রবের্ত সানচেজ।
এছাড়া নতুন দুই ফুটবলারকেও জাতীয় দলের জার্সিতে অভিষেকের সুযোগ দিতে চলেছেন দে লা ফুয়েন্তে। তারা হলেন- সেল্তা ভিগোর রাইট ব্যাক অস্কার মিঙ্গেসা এবং ভালেন্সিয়ার মিডফিল্ডার পেপেলু।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে নেশন্স লিগ ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। ‘এ’ লিগের গ্রুপ-৪ এ তাদের অন্য প্রতিপক্ষ ডেনমার্ক।
স্পেন স্কোয়াড
গোলরক্ষক: দাভিদ রায়া (আর্সেনাল), আলেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ), রবের্ত সানচেজ (চেলসি)।
ডিফেন্ডার: মার্ক কুকুরেইয়া (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), অস্কার মিঙ্গেসা (সেল্তা ভিগো), রবিন লে নরমান্দ (আতলেতিকো মাদ্রিদ), দানি ভিভিয়ান (আথলেতিক বিলবাও), আয়মেরিক লাপোর্ত (আল নাসর), পাউ তোরেস (অ্যাস্টন ভিলা), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ের লেভারকুজেন)।
মিডফিল্ডার: রদ্রি (ম্যানচেস্টার সিটি), মার্তিন জুবিমেন্দি (রিয়াল সোসিয়েদাদ), পেপেলু (ভালেন্সিয়া), ফাবিয়ান রুইস (পিএসজি), আলেইক্স গার্সিয়া (লেভারকুজেন), দানি অলমো (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা), ফেররান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আথলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আয়োসে পেরেস (ভিয়ারিয়াল), মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), হোসেলু মাতো (আল গারাফা)।