ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে শনিবার চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে মাশরাফি বাহিনী।
টস জিতে ব্যাট করতে নেমে ইমাম-উল-হকের শতক ও বাবর আজমের ৯৬ রানের সুবাদে ৯ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান।
টাইগারদের হয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
জবাবে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ছাড়া ব্যর্থ হন বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা। তরুণ পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। ইয়র্কারের ছোবলে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাকিব। চলতি বিশ্বকাপে এটা তার সপ্তম অর্ধশতরান। ৬০৬ রান নিয়ে বর্তমানে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে শেষ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন এক আসরে ৬০০ রানের মাইলফলক।