রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সরকারের পরামর্শ অনুযায়ী আমরা শুধু তিনটি টি২০ খেলার সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে আমরা পাকিস্তানে কোনো টেস্ট খেলব না।’
বিসিবি এ প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘এ সিরিজ এখন আরো অনিশ্চিত হয়ে পড়েছে।’
পাকিস্তান সফরে দুটি টেস্ট এবং তিনটি টি২০ ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে বিসিবি পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতে রাজি হয়নি। বিষয়টি চিন্তা করে বিসিবি পাকিস্তানকে তাদের দেশে টি২০ সিরিজ খেলার প্রস্তাব দেয়। কিন্তু তাতে সাড়া দেয়নি পিসিবি।
পরে, পিসিবি বাংলাদেশকে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তাব দেয় এবং পরবর্তীতে টি২০ সিরিজ আয়োজনের কথা ভাবা যাবে বলে জানায়। বিসিবি এতে রাজি হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো সময় চাওয়া হয়।
এদিকে, নিরাপত্তার কথা উল্লেখ করে বেশিরভাগ কোচিং স্টাফ পাকিস্তানে যেতে অসম্মতি জানিয়েছেন। তবে, বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন বিসিবি যদি সম্মতি দেয় তবে তার যেতে কোনো আপত্তি নেই।