হামেস রদ্রিগেজের পুনরুত্থানের পর হারতে যেন ভুলেই গেছে কলম্বিয়া! একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা। কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত রইল নেস্তর লরেন্সোর শিষ্যরা।
রবিবার (৭ জুলাই) ভোর চারটায় কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়া।
এক গোল ও দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হামেস রদ্রিগেজ। এ নিয়ে চলতি আসরে একটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট হয়ে গেল ৩২ বছর বয়সী কলম্বিয়া অধিনায়কের। কোপা আমেরিকার ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে তিন গোলে অবদান রাখা প্রথম ফুটবলারও তিনি।
তবে স্কোরলাইন দেখে ম্যাচের চিত্র পাওয়া দুস্কর। কলম্বিয়ার সঙ্গে পুরো ম্যাচজুড়ে সমানে লড়ে গেছে পানামা। কলম্বিয়ার ৫২ শতাংশ সময় কলম্বিয়ার পায়ে বল থাকলেও ৪৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছিল তারা।
এছাড়া ম্যাচজুড়ে মোট ১৪টি শট নেয় পানামা, যার তিনটি লক্ষ্যে ছিল। তবে মাত্র ৭টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরে সবগুলোতেই সফল কলম্বিয়া।
আরও পড়ুন: টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে উরুগুয়ে
এদিন ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেন কলম্বিয়া ফরওয়ার্ডে জন করদোবা। কর্নার থেকে হামেস রদ্রিগেজের পাঠানো ক্রসে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা ঠেলে ওপরে উঠে দারুণ এক হেডারে গোলের খাতা খোলেন তিনি।
পাঁচ মিনিট পরই পেনাল্টি পায় কলম্বিয়া। ত্রয়োদশ মিনিটে গোললাইন থেকে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের জন আরিয়াসকে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন পানামা গোলরক্ষক অরলান্দো মাসকেরা। এরপর রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ।
ম্যাচের অষ্টাদশ মিনিটে গোলের সুযোগ তৈরি করে পানামা, তবে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় তারা। ৩০ গজ দূর থেকে ফ্রি কিকের ক্রসে হেডার দেন রদেরিক মিলার। তবে বল গোলপোস্টে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পর আরও একটি সুযোগ তৈরি করে তারা।
এরপর দুই দলই দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ৪১তম মিনিটে আরও এক গোল খেয়ে বসে পানামা। হামেস রদ্রিগেজের অসাধারণ একটি পাস বক্সের মধ্যে ধরে অনায়াসে তা গোলে পরিণত করেন লিভারপুলের লুইস দিয়াস।
এর ফলে গোল শোধে মরিয়া পানামাকে হতাশ করে ম্যাচটি একপ্রকার নিজেদের করে নিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।