সর্বশেষ মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচে বরিশাল দলে ছিলেন জায়েদ। কিন্তু ম্যাচে ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলটি করার সময় পায়ে ব্যথা অনুভব করলে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
জয় বিশ্বাস বলেন, ‘রাজশাহীর বিপক্ষে ম্যাচে খেলার সময় আবু জায়েদ তার পায়ে ব্যথা অনুভব করেন এবং পরীক্ষা-নিরীক্ষার পরে আমরা তার পেশি প্রথম-ডিগ্রি স্তরে ছিঁড়ে গেছে বলে জানতে পেরেছি। চিকিৎসা শেষে ক্রিকেটে তার ফিরে আসতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।’
এর ফলে চলমান বঙ্গবন্ধু টি২০ কাপে বাইরে থাকতে হচ্ছে জায়েদকে। এ কাপে পাঁচ ম্যাচে ১৭.১ ওভার বল করে তিনি তিনটি উইকেট নিয়েছেন।
তবে, আশা করা হচ্ছে জানুয়ারিতে বাংলাদেশে আসতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের আগে ফিরে আসবেন এ বোলার।
বরিশাল ওই ম্যাচে সেরা বোলারকে পুরো সময়জুড়ে না পেলেও পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিশাল জয়ের রেকর্ড করে। বাংলাদেশিদের পক্ষে রেকর্ড দ্রুত সময়ে মাত্র ৪২ বলে খেলে শতরানের মাইফলক স্পর্শ করেন ১৮ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।