প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে খেলতে নেমেই গোল পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। আর এতে বিরল দুই রেকর্ড করে অনন্য উচ্চতায় উঠেছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
শনিবার (১৭ আগস্ট) ইপসউইচের পোর্টম্যান রোড স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করেছে লিভারপুল।
ম্যাচের ৬০তম মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়োগো জোতা। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ নিজেই।
এর ফলে ইংলিশ লিগে ৯ মৌসুমে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। আর এতেই লিগের কিংবদন্তি সব তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালাহ।
এর আগে, আট মৌসুমে প্রথম ম্যাচে গোল করে চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি ও নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়েরারের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন ৩২ বছর বয়সী সালাহ।
আরও পড়ুন: নবাগত ইপউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
সালাহ ছাড়া এই রেকর্ডধারী তিনজনই ছিলেন ইংলিশ ফুটবলার। তবে আজকের গোলের পর তিনি সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
শুধু তাই নয়, প্রথম ম্যাচে মোট গোলে অবদানের সংখ্যায় তিনি ওয়েন রুনিকেও ছাড়িয়ে গেছেন আজ। এতদিন ১৩ গোলে অবদান রেখে (৮ গোল ও ৫ অ্যাসিস্ট) এই রেকর্ডটি ছিল শুধু রুনির। তবে দিয়োগো জোতার গোলে অ্যসিস্ট করায় ৯ গোল ও ৫ অ্যাসিস্ট নিয়ে রুনিকে পেছনে ফেলেছেন তিনি।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর শুধু এক মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে গোলবঞ্চিত ছিলেন সালাহ। গত (২০২৩-২৪) মৌসুমের শুরুর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচটিতে তিনি গোলের দেখা পাননি। তবে তিনি যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত লিগে শুরুর ম্যাচে হারেনি লিভারপুল।
অবশ্য ইপসউইচের বিপক্ষে এই ম্যাচটি শুধু সালাহর জন্যই স্মরণীয় হয়ে থাকবে না। দুই ক্লাবের উভয় ম্যানেজারেরই স্ব স্ব ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচ ছিল এটি। ২০১৭ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে দুই ম্যানেজারের অভিষেক দেখল ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল