বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেয়া ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর নিয়ে পাস করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবি’র ফিটনেস পরীক্ষার মানদণ্ড ১১ ধরা হলেও বুধবার দেয়া পরীক্ষায় সাকিব পেয়েছেন ১৩ দশমিক ৭।
গত দুদিনের বিপ টেস্টে সবচেয়ে বেশি নম্বর ১৩ দশমিক ৬ পেয়েছিলেন পেসার মেহেদী হাসান। সাকিব মেহেদিকেও পেছনে ফেলে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। এরপর থেকেই মাঠে অনুপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।
এই অলরাউন্ডার জানান, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলেছিলেন সাকিব।
আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে অংশ নেয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।