কেননা সুপার ওভারে এসেই তো একের পর এক শিরোপা হাতছাড়া হচ্ছে কিউইদের। প্রথমে ইংল্যান্ডের কাছে ওয়ানডে বিশ্বকাপ, এরপর ঘরের মাঠে আবারও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে নিউজিল্যান্ড।
সর্বশেষ বুধবার নিজেদের দেশে ভারতের বিপক্ষেও সুপার ওভারে এসে টি-টোয়েন্টি সিরিজ হারল কিউইরা।
ভারতের দেয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিং দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে সাজঘরে ফেরেন তিনি। সাথে দলেরও কপাল পুড়েছে।
শেষ ৪ বলে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২ রান। কিন্তু ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না বলে যে কথা প্রচলিত আছে সেটাই হলো। মোহাম্মাদ সামির করা তৃতীয় বলে ৯৫ রান করা উইলিয়ামসন আউট হন। তার ইনিংসটি ছিল ৬টি ছক্কা ও ৮টি চারে সাজানো।
চতুর্থ বলে কোনো রান নিতে পারেননি ব্যাটসম্যান সেইফার্ট। ৫ম বলে উইকেটের পেছনে বল রেখেই দৌড় দেন সেইফার্ট ও রস টেইলর। তখন স্কোর লেভেল হয়। শেষ বলে এসে আউট হন টেইলর।
ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৭ রান করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শেষ ২ বলে ভারতের প্রয়োজন ছিল ১০ রানের। দুটি ছক্কা মেরে দলকে জয় উপহার দেন ওপেনার রোহিত শর্মা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে ভারত। রোহিত শর্মা ৪০ বলে ৩টি ছক্কা ও ৬টি চারে সর্বোচ্চ ৬৫ রান করেন।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজ ২ ম্যাচ হাতে রেখেই জিতল সফরকারী ভারত।