পুরো ৯০ মিনিটে দুই দল মিলিয়ে মোট ৭টি শট গোলে রাখতে পারল। তবে এগুলোর কোনোটিই ম্যাচের ফল পরিবর্তন করতে যথেষ্ট হলো না। ফলে ইউরোর চলতি আসরে প্রথম কোনো ম্যাচ গোলশূন্য ড্র হলো।
লাইপসিগের রেড বুল আরেনায় শুক্রবার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে ফ্রান্স-নেদারল্যান্ডস দুই দলই। ফলে দ্বিতীয় রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট ৪ করে।
এই ড্রয়ের ফলে দিনের অপর ম্যাচ জিতে ঘোলা জলে মাছ শিকার করেছে অস্ট্রিয়া। ফ্রান্সের সঙ্গে প্রথম ম্যাচটি হেরে তাদের নকআউট রাউন্ডে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে তারা।
দ্বিতীয় রাউন্ড শেষে এখন গ্রুপের দুই ফেবারিট দল ফ্রান্স ও নেদারল্যান্ডসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ১। শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচ জিততে পারলে সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে অস্ট্রিয়া। ড্র করলে ফ্রান্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
আরও পড়ুন: স্পেনের অনবরত আক্রমণে বিভ্রান্ত হয়ে হারল ‘বিধ্বস্ত’ ইতালি
পোল্যান্ডের সঙ্গে ফ্রান্স ম্যাচটি হারলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে অস্ট্রিয়া। আর ফ্রান্স জিতলে বা ড্র করলেও গোল ও ম্যাচ জয়ে (গোল) ব্যবধানের হিসাবের সামনে পড়তে হবে তাদের। এছাড়া নেদারল্যান্ডসের সঙ্গে হেরে গেলেও কোটায় ‘ই’ ও ‘এফ’ গ্রুপের তৃতীয় দলগুলোর সঙ্গে হিসাব-নিকাশে জিতে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে অস্ট্রিয়ার।